বাঁশখালীতে অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে অটোরিকশা চালক জাহিদুল ইসলাম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে শ্রমিকরা।

সোমবার (৩ মার্চ) দুপুরে শত শত রিকশা চালক শ্রমিক উপজেলা সদরে বিক্ষোভ করে। পরে তারা উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম ও থানার ওসি সাইফুল ইসলাম বরাবরে স্মারকলিপি দেন। বাঁশখালী উপজেলা অটোরিকশা চালক শ্রমিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন, অটোরিকশা শ্রমিক এসোসিয়েশনের উপদেষ্টা সভাপতি আলহাজ্ব আমির হোসেন কোম্পানি, শ্রমিক নেতা মোহাম্মদ শফিক, হাবিবুর রহমান, আবদুল মান্নান, ক্যাশিয়ার হোছন আহমদ, বিকাশ বড়ুয়া, উপদেষ্টা আবদুর রশিদ, আবদুল মজিদ, নুরুল কবির, জাফর আহমদ, নিহতের মা সাদেকা বেগম, নিহতের চাচা আবদুল হাকিম প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে অবিলম্বে রিকশা চালক জাহিদুল ইসলামের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানিয়ে জড়িত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, গত শনিবার রাতে বাঁশখালীর সরল কানুনগোখীল এলাকায় পৌরসভার ১নং ওয়ার্ড ভাদালিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম খুন হন। এই ঘটনায় পুলিশ ৬ ঘন্টার ব্যবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় মোহাম্মদ আরমান নামে এক হত্যাকারীকে গ্রেপ্তার করে। আটক আরমান হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।

চাটগাঁ নিউজ/জসীম/এমকেএন

Scroll to Top