চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো.আলিফ মোল্লা (২৫) সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের সোনাতনী এলাকার আবুদল কুদ্দুস আলীর ছেলে।

রবিবার (২ মার্চ) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বহদ্দারহাট এলাকায় অভিযোন চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন। তিনি জানান, গতকাল দিবাগত রাত ১টা ২০ মিনিটে বহদ্দারহাট এলাকা থেকে ধর্ষণ মামলার এক আসামি মো.আলিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ সোমবার আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top