আনোয়ারায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম আনোয়ারায় অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে (আনোয়ারা-বাঁশখালী) আঞ্চলিক সড়কের বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে সড়কের পাশে একজন নারীর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মনে হচ্ছে ওই নারীকে হত্যা করে রাতে গাড়ি থেকে মরদেহ ফেলে চলে গেছে। কেউ তার পরিচয় শনাক্ত করতে পারছে না। পরে খবর দিলে আনোয়ারা থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, সড়কে পাশে নামপরিচয়হীন নারী পড়ে আছে এমন খবরে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত ওই নারীকে হত্যা করে সড়কে পাশে রেখে চলে গেছে কে বা কারা।

পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top