সীতাকুণ্ডে জেলেপাড়ায় আগুনে পুড়লো ৮ দোকান

চাটগাঁ নিউজ ডেস্ক: সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের জেলেপাড়ায় আগুনে পুড়েছে মাছ ধরার জালসহ ৮টি দোকান। শনিবার (১ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে আগুন শিমুল জলদাস, সুজিত জলদাস, শুকলাল জলদাস, সনজিত জলদাস ও সিফাতের দোকানসহ আশপাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই আগুনে জেলেপাড়ার জাল রাখার ঘরসহ মাছ ধরার উপকরণ বিক্রির ৮ দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত জেলেরা জানান, কিভাবে আগুন লেগেছে, তা তারা জানেন না। আগুনে দোকানের মালামালসহ পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন তারা।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মণীন্দ্র লাল ত্রিপুরা জানান, জেলেপাড়ায় পুড়ে যাওয়ায় আটটি দোকানে মাছ ধরার জালসহ নানান উপকরণ বিক্রি করা হতো। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে ২০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top