নগরীতে ইয়াবাসহ গ্রেপ্তার  ৪ 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ৬৫পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ মার্চ) রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের হক মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মানিক (৪৫), মোঃ নজরুল ইসলাম প্রকাশ নাজু মিয়া (২৬), তৌহিদুল ইসলাম তানভীর (২০) এবং মোহাম্মদ শুভ (২৩)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফতাব উদ্দিন বলেন, ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top