চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীর রাতে থানা পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার সারিকাইত ইউনিয়নের কাজী বাড়ির কাজী জয়নুলের ছেলে কাজী জিহাদ (২৯) এবং চৌকাতলীর ইউসুপ আলী বাড়ির ইউসুফ আলীর ছেলে কাউসার আজিম (২৯)।
পুলিশ জানায়, রাত হলেই সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের এক বসতবাড়িতে নিয়মিত বসে মাদকের হাট। গোপনে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে যৌথ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ও থানা পুলিশ। অভিযানে দুই মাদক কারবারিকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেলযোগে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় তারা। এ সময় তাদের কাছ থেকে ৪৫টি ইয়াবা ও লাইসেন্সবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানা পুলিশের পরিদর্শক মো. জাফর জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন