চাটগাঁ নিউজ ডেস্ক: নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে গাঁজা খেতে বাধা দেয়ায় মোবাইল ডিউটিরত এক পুলিশ কর্মকর্তাকে ‘মব’ তৈরি করে মারধর করেছে সংঘবদ্ধ একটি চক্র। পাশাপাশি কেড়ে নেয়া হয়েছে মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস সেটও।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পতেঙ্গা সমুদ্র সৈকতে কিছু যুবক নিয়মিতই গাঁজার আসর বসায়। রাত ১০টার দিকে মোবাইল ডিউটিতে থাকা পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীর চোখে পড়ে বিষয়টি। সামনে এগিয়ে যুবকদের তিনি জিজ্ঞাসাবাদ করেন। এর একপর্যায়ে যুবকরা নিজেদের ভুল স্বীকার করে মাফ চাইলে সতর্ক করে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরে ভুল স্বীকার করা মাদকাসক্ত যুবকের দল ঘটনাস্থল ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই তারা আরও বেশকিছু লোককে সঙ্গে নিয়ে পুনরায় পতেঙ্গা সৈকতে আসে। এ সময় এসআই ইউসুফ তার সঙ্গে থাকা টহল গাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলেন। তবে তার আগেই যুবকরা এসে তাকে প্রশ্ন করে— ‘আপনি তো ভুয়া পুলিশ, আপনার আইডি কার্ড কই?’ উত্তরের অপেক্ষা না করেই যুবকেরা মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে এসআই ইউসুফের ওপর। তাকে এ সময় এলোপাতাড়ি মারধর করে।’
এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা গেছে— কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছিলেন, ‘আমার মোবাইল মানিব্যাগ ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা।’ তার গায়ে আঘাতের লাল লাল ছোপ দেখা গেছে। চিৎকার করে কাঁদতে কাঁদতে এসআই ইউসুফ বলছিলেন, ‘আমার মানসম্মান সব গেছে।’
ভিডিওর একপর্যায়ে অচেনা কিছু যুবককে ছিনিয়ে নেওয়া মোবাইল ইউসুফের পকেটে ঢুকিয়ে যেতে দেখা গেছে।
এ বিষয়ে পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
তবে পতেঙ্গা থানার ডিউটি অফিসার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
চাটগাঁ নিউজ/জেএইচ