রাউজান প্রতিনিধি: রাউজানে চাঞ্চল্যকর ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গিয়াস উদ্দিন (৩৫) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে রাউজান থানা পুলিশ।
২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে আদালতে মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এরপূর্বে গত ২৬ ফেব্রুয়ারি (বুধবার) বিকাল সাড়ে ৫ টার দিকে নোয়াপাড়া পথেরহাট থেকে তাকে গ্রেপ্তার করেছে। তিনি বাগোয়ান ইউনিয়নের গরীবুল্লাহ পাড়ার মো. শাহ আলমের ছেলে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জাহাঙ্গীর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক দীপ্তেশ রায়।
এদিকে, গত ১১ ফেব্রুয়ারি নগরীর প্রবর্তক মোড় এলাকা থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে রমজান আলীকে নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। গত সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক শুনানি শেষে আসামী রমজান আলীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত বুধবার তাকে রিমান্ডে আনা হয়েছে। তবে, এখনও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসাদ আলী মাতব্বর পাড়ায় জুমার নামাজ আদায় ও বাবা-মায়ের করব জেয়ারত করতে আসার পথে চাকতাইয়ের শুটকি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়। এই ঘটনার ১০ দিন পর গত ৩ ফেব্রুয়ারী নিহতের ছেলে মো. মাকসুদ আলম বাদী হয়ে ২৫/৩০ অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ পর্যন্ত ঘটনায় জড়িত থাকা সন্দেহে দুই জনকে এই মামলায় আটক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন