মিরসরাইয়ের দুই জমজ ভাই বুয়েটের মেধাতালিকায় উত্তীর্ণ

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় একসঙ্গে চান্স পেয়ে তাক লাগিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের দুই যমজ ভাই। তারা দুজনই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উত্তীর্ণ হয়েছেন। তারা হলেন, নাহিদুল ইসলাম সামি ও মাহিদুল ইসলাম অমি।

নাহিদুল ইসলাম সামি বুয়েট মেরিট তালিকায় ৫২ তম এবং মাহিদুল ইসলাম অমি ১০১ তম হয়েছেন। এছাড়া মাহিদুল ইসলাম সামি চুয়েটে ২০৫ তম, কুয়েটে ৯১৩ তম হয়েছেন। মাহিদুল ইসলাম অমি চুয়েটে ১৪ তম ও কুয়েটে ২৮৭ তম হয়েছেন।

সামি ও অমি চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় (জেবি) ২০২২ সালে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করেন।

পরবর্তীতে নাহিদুল ইসলাম সামি চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ও মাহিদুল ইসলাম অমি চট্টগ্রাম হাজি মোহাম্মদ মহসিন কলেজ থেকে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে পাস করেন।

তারা চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় গ্রামের হাবিব উল্লাহ ভূঁইয়া বাড়ির জসিম উদ্দিন দুলালের সন্তান।

তাদের বাবা জসিম উদ্দিন দুলাল চট্টগ্রামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, ‘স্বপ্ন ছিলো আমার সন্তানদের বুয়েটে পড়ানোর। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমার সন্তানরা আলহামদুলিল্লাহ খুবই মেধাবী। তারা দুজনই জেএসসিতে ট‍্যালেন্টপুলে বৃত্তি, এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫ এবং এইচএসসিতেও গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। আমি তাদের এই প্রাপ্তিতে গর্বিত। কৃতজ্ঞ তাদের শিক্ষকদের প্রতি। আমার স্বপ্ন তারা বুয়েট থেকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর শেষ করে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top