রাঙামাটির রাজস্থলীতে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

রাঙামাটি র রাজস্থলীতে বন্যহাতির

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাগানে কাজ করতে গিয়ে বুনো হাতির আক্রমণে উসুসিং মারমা (৪৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর নাম উসচিং মারমা (৪৫)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতাক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উসচিং মারমা ওই গ্রামের কৃষক মৃতু ক্যাও মারমার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, সকালে ঘর থেকে বের হয়ে নিজ এলাকায় ক্ষেত-খামারে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন উসাচিং মারমা। হাতির পায়ের চাপে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির ছেলে মংছাই মারমা বলেন, কাইতাক পাড়া এলাকায় তাঁদের কলা বাগানের কাজ চলছে। সকালে বাসা থেকে বের হয়ে বাগানে যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন বাবা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top