একযোগে পদোন্নতি পেলেন ১০২ এএসপি

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের ১০২ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তর থেকে ১০২ এএসপির এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশটি অবিলম্বে কার্যকর করা হবে। এ ছাড়া প্রজ্ঞাপনে পদোন্নতিপ্রাপ্তদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নতুন পদে যোগদানপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top