আজ শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলকে গ্রুপপর্ব থেকে আগেই বিদায় নিতে হয়েছে। আসরের নিজেদের প্রথম দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের কাছে হেরে তাদের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার ‘এ’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান।

টুর্নামেন্ট থেকে শূন্য হাতে দেশে ফিরতে চান না নাজমুল হোসেন শান্তরা। পাকিস্তানকে হারিয়ে কিছু পাওয়ার (পয়েন্ট) লক্ষ্য এখন তাদের। শেষটা রাঙিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে অধিনায়ক নাজমুল বলেছেন, ‘অবশ্যই আমাদের জন্য এটি (পাকিস্তান) গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা যদি ভালোভাবে শেষ করতে পারি, তা হলে অনেক আত্মবিশ্বাস দেবে।’ ভারত ও নিউজিল্যান্ড ম্যাচে ব্যাটসম্যানরা ছিলেন ব্যর্থ। পাকিস্তান ম্যাচে তিন বিভাগের কাছ থেকেই সেরাটা চান নাজমুল। তিনি বলেন, ‘ব্যাটিং ও ফিল্ডিং বিভাগে আমাদের অনেক উন্নতি প্রয়োজন। আশা করি পরের ম্যাচে ব্যাটিং ও ফিল্ডিং আরও ভালো হবে।’

এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলেছিল ভারতের বিপক্ষে দুবাইয়ে। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচের ভেন্যুই রাওয়ালপিন্ডি। ওই ভেন্যুতে টাইগারদের সুখস্মৃতি থাকলেও নিউজিল্যান্ড ম্যাচে তা কাজে লাগেনি। ব্যাটিং ব্যর্থতার কারণে ৫ উইকেটে হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের। এতেই চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার আশা শেষ হয়ে যায় টাইগারদের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার ম্যাচ এখন।

উল্লেখ্য, টানা দুই ম্যাচ হেরে পাকিস্তানকেও গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে। দুই দলের জন্যই এটি নিয়মরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচকে বাংলাদেশ বাড়তি গুরুত্ব দিচ্ছে। দেশছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন বলেছিলেন, তারা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছেন। সেই লক্ষ্য পূরণ হয়নি। এখন গ্রুপপর্বে অন্তত একটি ম্যাচ জিততে চান তারা। প্রতিপক্ষ পাকিস্তান আর ভেন্যু রাওয়ালপিন্ডি বলেই টাইগারদের এ ম্যাচ ঘিরে আশা বেশি। এখানেই যে গত বছর দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ (২-০) করেছিলেন লাল-সবুজরা। চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে এবার সেই রাওয়ালপিন্ডিতে কিছু পাওয়ার গল্প লিখতে চান তারা।

যদিও একদিনের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে অতীত পরিসংখ্যান সমৃদ্ধ নয় বাংলাদেশের। দুদল এখন পর্যন্ত ৩৯ বার মুখোমুখি হয়েছে; তাতে ৫ জয়ের বিপরীতে টাইগারদের হার ৩৪ ম্যাচে। শেষ তিন সাক্ষাতেও হেরেছে তারা। সর্বশেষ দুদলের সাক্ষাৎ হয়েছিল ২০২৩ বিশ^কাপ ম্যাচে। ইডেন গার্ডেনসে বাংলাদেশের বিপক্ষে ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছিল পাকিস্তান। আবার চ্যাম্পিয়নস ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচেও হারের তিক্ত অভিজ্ঞ পেয়েছেন নাজমুলরা; যদিও ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল পাকিস্তান শাহিনস।

যদিও এসব নিয়ে না ভেবে নিজেদের পরিকল্পনা অনুযায়ী সেরাটা দিতে পারলে জয় পাওয়া সম্ভব বলেই মনে করছেন নাজমুল। এদিকে বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচে বাধা হতে পারে বৃষ্টি। একদিন আগেই রাওয়ালপিন্ডিতে বৃষ্টিতে ভেসে গেছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা ম্যাচ। টসও হতে পারেনি। বাংলাদেশ ম্যাচে বৃষ্টি হতে পারে বিকালের দিকে। অ্যাকুওয়েদার অনুযায়ী, এই দিনে বৃষ্টির সম্ভাবনা সর্বোচ্চ ৭৫ শতাংশ। বিবিসি ওয়েদার বলছে, পাকিস্তান সময় বেলা ২টায় বৃষ্টির সম্ভাবনা ৬৪ শতাংশ, যা পরে ৭০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

প্রসঙ্গত, চ্যাম্পিয়নস ট্রফির শেষ ম্যাচে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ অবসরের ঘোষণা দিতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top