সাংবাদিক কচিসহ চাটগাঁর ১৪ গুণীজন পেলেন চসিকের ‘একুশে পদক’

চাটগাঁ নিউজ ডেস্ক: আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচিসহ চট্টগ্রামের ১৪ গুণীজন পেলেন চসিক ‘একুশে পদক’ সম্মাননা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামের সংলগ্ন জিমনেসিয়াম মাঠে চলমান অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

এ বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পান জাহিদুল করিম কচি। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও সিডিএ বোর্ড সদস্য। পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি সাংবাদিকতায় যুক্ত।

একুশে পদকপ্রাপ্ত বাকিরা হলেন— ভাষা আন্দোলনে বদিউল আলম চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা ও গবেষণায় অধ্যাপক সুকোমল বড়ুয়া, চিকিৎসাবিজ্ঞানে অধ্যাপক ইমরান বিন ইউনুস, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, সমাজসেবায় কামরুন মালেক, সংগীতে নকীব খান ও ক্রীড়ায় তামিম ইকবাল খান।

এছাড়া সাহিত্যে অধ্যাপক আসহাব উদ্দিন চৌধুরী (মরণোত্তর), প্রবন্ধ ও গবেষণায় অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে মিজানুর রহমান শামীম, চিকিৎসায় অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, কবিতায় জিললুর রহমান ও অনুবাদে ফারজানা রহমান শিমু।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, চট্টগ্রাম থেকে যদি পাহাড় চলে যায়, তাহলে কীভাবে বর্ণনা করবেন? আমাদের পাহাড়, সমুদ্র ও সিআরবি আছে। এগুলো যদি চলে যায়, তাহলে চট্টগ্রামের ঐতিহ্য নষ্ট হয়ে যাবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top