চাটগাঁ নিউজ ডেস্ক: পার্বত্য উপদেষ্টা সাজেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। বুধবার (২৬ ফেব্রয়ারি) বিকেলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।
এ সময় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত বিকাশ চাকমা, জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত কটেজ, রিসোর্ট, রেস্তোঁরা ও স্থানীয় ক্ষতিগ্রস্তরা বিভিন্ন দাবি পার্বত্য উপদেষ্টার কাছে তুলে ধরেন। এসময় তাদের দবি বাস্তবায়নে আশ্বস্ত করেন পার্বত্য উপদেষ্টা।
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, দ্রুততম সময়ে সাজেকে বিশেষায়িত ফায়ার স্টেশন স্থাপনের বিষযে স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করা হবে। কটেজ মালিকরা যাতে কর্পোরেট লোন পায় তার জন্য অর্থ উপদেষ্টাকে অনুরোধ করা হবে।
এ সময় আগুনে পুড়ে যাওয়া স্থানীয় বাসিন্দদের গৃহ নির্মাণের জন্য প্রতি পরিবারকে ২ মেট্রিক টন খাদ্য শস্য বরাদ্দের ঘোষণা দেন তিনি।
এর আগে বুধবার সকালে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের পরিবারদের অর্থসহ ত্রাণ সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
চাটগাঁ নিউজ/জেএইচ