সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে তিন দিনের শিবচতুর্দশী মেলায় ভীড়ের চাপে তিনজন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুর্ণতিথি চলাকালে প্রচন্ড ভীড়ের চাপে তিনজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। নিহত তিন জনের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।
একজনের নাম বান্টু দাস (৫০)। তার বাড়ি চকরিয়ায়। অপর দুইজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম।
জানা যায়, বুধবার সকাল ১০টা ১১ মিনিটে শুরু হয়ে তিথি থাকবে বৃহস্পতিবার সকাল ৮টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত। এ সময়ে ১০ থেকে ১২ লক্ষ পূর্ণ্যার্থীর সমাগমন ঘটে চন্দ্রনাথ ধামে।
এ তিথিকে ঘিরে মঙ্গলবার সন্ধ্যা থেকে পূণ্যার্থীর সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। বুধবার সকাল থেকে পুরো চন্দ্রনাথ ধাম এলাকায় লোকে লোকারণ্য হয়ে পড়ে। ফলে ভক্তদের পদভারে মুখরিত হয়ে উঠে তীর্থভূমি।
চাটগাঁ নিউজ/কামরুল/এমকেএন