পড়া হয়েছে: ১৭
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় কৈনপুরা ডাকাতি প্রস্তুতি মামলার সন্দিগ্ধ আসামী জাকির হোসেন বাবুকে (১৯) আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। সে বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামের কাশেম মেম্বারের বাড়ির জসিম উদ্দীনের ছেলে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শোলকাটা থেকে তাকে আটক করা হয়। আজ বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, আসামী জাকির হোসেন চট্টগ্রাম সম্রাট গ্রুপের একজন সক্রিয় সদস্য। গতকাল তাকে আটক করে আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন