টেকনাফে ইয়াবাসহ আটক ৪

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের হ্নীলা মৌলভী বাজার ২ নম্বর ওয়ার্ড নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহমেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহমদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

আ. ম. ফারুক জানান, মঙ্গলবার র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে টেকনাফের হ্নীলা এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান পাচারের প্রস্তুতি নিচ্ছে। এরপর র‌্যাব সেখানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের কাছ থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটকদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top