দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন সেতুতে ধস, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় নির্মাণাধীন একটু সেতু ধসে অন্তত চারজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আজ মঙ্গলবার দেশটির এক্সপ্রেসওয়ে নির্মাণস্থলে এই দুর্ঘটনা ঘটে।

আনসিয়াংয়ের অগ্নিনির্বাপণ কর্মকর্তা কো কিয়াং-ম্যান বলেন, এই দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দু’জন চীনা নাগরিক। এছাড়া কাঠামো ভেঙে পড়ার ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

রাজধানী সিউল থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে আনসিওংয়ে স্থানীয় সময় সকাল ৯ টা ৫০মিনিটের দিকে দুর্ঘটনাটি ঘটে। কর্তৃপক্ষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া তিনজনের সন্ধান করছে।

স্থানীয় গণমাধ্যমে প্রচার করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে সেতুর একটি অংশ ভেঙে পড়ায় বাতাসে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়েছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক উদ্ধার অভিযানে অংশ নেওয়ার জন্য কর্মীদের জরুরি নির্দেশনা জারি করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top