চাটগাঁ নিউজ ডেস্ক : রাউজানে জাহাঙ্গীর আলম নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে খুনের মামলায় গ্রেপ্তার আসামি রমজান আলীকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে ১২ ফেব্রুয়ারি তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতাল থেকে আটক করে পুলিশ। এরপর তাকে আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে প্রেরণ করেন।
আটক রমজান আলী রাউজান ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের বদু মুন্সী পাড়ার বটতলীর মৃত সালেহ আহমদের ছেলে। তিনি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেও তার বিরুদ্ধে বিভিন্ন মামলা থাকায় চেয়ারম্যান হিসেবে শপথ নিতে পারেননি।
মামলার তদন্ত কর্মকর্তা দীপ্তেষ রায় চাটগাঁ নিউজকে বলেন, আসামি রমজান আলীকে জিজ্ঞাসাবাদ করতে আমরা সাত দিনের রিমান্ডের আবেদন করছিলাম। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ২৪ জানুয়ারি রাউজান নোয়াপাড়া এলাকায় মোটরসাইকেলে করে জুমার নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা করা হয়। এলোপাতাড়ি গুলিতে আহত হন মুহাম্মদ আব্বাস নামের আরেকজন। নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আছদ আলী মাতব্বর পাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে।
তিনি চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জের শুঁটকির পাইকারি ব্যবসা করেন। এ ছাড়া এলাকায় একটি কমিউনিটি সেন্টার রয়েছে তাঁর। আহত ব্যক্তির নাম মুহাম্মদ আব্বাস (৩৮)। তিনি জাহাঙ্গীরের মালিকানাধীন কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক বলে জানা গেছে।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করে রাউজান থানায় মামলা করেন নিহতের ছেলে মাসুদ আলম। তবে কী কারণে কেন জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হয়েছে, তা জানাতে পারেনি পুলিশ এখনো। স্থানীয় লোকজন জানায়, চাঁদা না পেয়ে জাহাঙ্গীরকে গুলি করে হত্যা করা হতে পারে।
চাটগাঁ নিউজ/এসএ