সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বড় দারোগার হাটের জামায়াতকর্মী রাসেল বাবু হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই এমপি ও উপ-পুলিশ কমিশনারসহ ৫৩ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জামায়াতকর্মী মীর ফরহাদ হোসেন। মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় তদন্ত করে পদক্ষেপ নেয়ার জন্য সীতাকুণ্ড মডেল থানাকে নির্দেশ দেন আদালত।
মামলায় আসামি করা হয়েছে- সীতাকুণ্ড আসনের সাবেক এমপি দিদারুল আলম, এস এম আল মামুন, মডেল থানার সাবেক এএসপি বর্তমান সিলেট বিভাগীয় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি এসবি) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোস্তাফিজুর রহমান, সীতাকুণ্ড থানার সাবেক ওসি ইফতেখার হাসান ও পুলিশ পরিদর্শক ইকবাল হোসেন, এসআই গোলাম ফারুক, রেজাউল করিম, মো. ফারুক, সরিফুজ্জামান, কাজি আশরাফ, সাবেক উপজেলা চেয়ারম্যান বাকের ভূঁইয়া, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, রেজাউল করিম বাহার, রায়হান উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাচ্চু বাহার, সাইদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মো. ফারুক।
মামলার এজহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ৭ আগস্ট বড়দারোগার হাটের জামায়াতকর্মী রাসেল বাবুকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যার প্রতিবাদে উপজেলা জামায়াতের উদ্যোগে সীতাকুণ্ড দক্ষিণ বাইপাসে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আবু বক্কর ছিদ্দিক পারভেজ ঘটনাস্থলে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় বিচার চেয়ে আদালতে এ মামলা করা হয়।
চাটগাঁ নিউজ/দুলু/এসএ