নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় রেলের জায়গায় গড়ে ওঠা বস্তি ও অবৈধ স্থাপনায় অভিযান চালিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে রেলের জায়গায় গড়ে ওঠা ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে ৬৩ শতক জায়গা উদ্ধার করা হয়েছে বলে জানায় অভিযান দল।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। এছাড়াও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী আরএনবি সদস্য সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, রেলের জায়গা দখল করে অবৈধ স্থাপনা ও কলোনি করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনায় কয়েকশ পরিবার বসবাস করতেন।
তিনি আরও বলেন, এ সব বস্তি ও অবৈধ স্থাপনার কারণে এলাকায় চুরি, ডাকাতি-ছিনতাই বেড়ে যাচ্ছে। এছাড়াও রেলওয়ের পুরনো স্থাপনাগুলো মেরামতে বাধার সম্মুখীন হচ্ছি।
চাটগাঁ নিউজ/এইচএস/এসএ