শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না: শেখ নাইম কাসেম

আন্তর্জাতিক ডেস্ক: ‘হিজবুল্লাহ নাসরুল্লাহর পথেই চলবে’ বলে ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির মহাসচিব শেখ নাইম কাসেম। সেই সঙ্গে ‘প্রতিরোধ আন্দোলনের শহিদদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না’ বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাজধানী বৈরুতে হাসান নাসরুল্লাহ ও সৈয়দ হাশেম সাফিউদ্দিনের দাফন উপলক্ষে বিশাল সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

নাইম কাসেম বলেন, ‘আমাদের প্রিয় নেতা সৈয়দ নাসরুল্লাহ জাতিকে প্রতিরোধের দিকে নিয়ে গেছেন এবং প্রতিরোধ আন্দোলনকে জাতির কাছে নিয়ে গেছেন’।

তিনি আরও বলেন, ‘আমরা তার আদর্শ মেনে চলব এবং আমরা এই পথ ছাড়ব না। এমনকি যদি আমাদের সবাইকে হত্যা করা হয়, এমনকি যদি আমাদের ঘরবাড়ি আমাদের মাথার ওপর ধ্বংস হয়ে পড়ে তবুও’।

ফিলিস্তিন সংকটে হিজবুল্লাহর অবস্থান

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ‘নাসরুল্লাহ ফিলিস্তিনি সংগ্রামকে পুনরুজ্জীবিত করতে অসামান্য ভূমিকা রেখেছেন, আমরা এই অঙ্গীকার রক্ষা করব এবং এই পথেই চলব’।

তিনি এ সময় ইসরাইলি কারাগারে আটক থাকা লেবাননের সেইসব বন্দিদের প্রতি শ্রদ্ধা জানান এবং বলেন, ‘আমরা তোমাদের ছেড়ে যাব না। তোমাদের মুক্ত করতে প্রয়োজনীয় সব চাপ প্রয়োগ করব’।

সেই সঙ্গে, গাজাকে সমর্থন করা হিজবুল্লাহর আদর্শের অংশ এবং ফিলিস্তিনের মুক্তির লড়াইকে সমর্থন অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করেন নাইম কাসেম।

ইসরাইলি আগ্রাসনের নিন্দা

শেখ কাসেম এ সময় গাজায় ইসরাইলের সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘আমাদের আত্মত্যাগের মাত্রা অভূতপূর্ব, যেমন গাজা ও পুরো অঞ্চলে ইসরাইলি অপরাধের মাত্রাও নজিরবিহীন’।

পরিস্থিতির প্রেক্ষাপট

হিজবুল্লাহ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানের সমালোচনা করে আসছে এবং লেবানন-ইসরাইল সীমান্তে উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরাইলকেই দায়ী করে আসছে।

সাম্প্রতিক সময়ে হিজবুল্লাহর পক্ষ থেকে একাধিক সামরিক প্রতিক্রিয়াও দেখা গেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সূত্র: মেহের নিউজ

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top