চট্টগ্রাম কলেজে ছাত্রদলের প্রবেশের চেষ্টা, বের করে দিল সাধারণ শিক্ষার্থীরা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ঐহিত্যবাহী সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ থাকলে লিফলেট বিতরণ করতে যায় বহিরাগত ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় বাধা দেয় সাধারণ শিক্ষার্থীরা। এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার ঘটনা ঘটেছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, দুপুর ১২টার দিকে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের অনুসারী চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা রিদুয়ান রিদুর নেতৃত্বে ১০-১২ জনের একটি দল ক্যাম্পাসে ছাত্রদলের ফর্ম বিতরণের চেষ্টা করে। এসময় সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে রিদু শিক্ষার্থীদের তেড়ে আসে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।

এবিষয়ে কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল করিম বলেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সবসময় ভালো সম্পর্ক ছিল, আছে, থাকবে। আমাদের কয়েকজন কর্মী ক্লাস করতে গেলে পূর্বপরিকল্পিতভাবে শিবিরের সভাপতি-সেক্রেটারি তাদের উপর হামলা করেছে। আমাদের কেউ সেখানে ফর্ম বিতরণ করতে যায়নি।

এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক হামিম আব্দুল্লাহ বলেন, তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রাম কলেজে রাজনীতি বন্ধ থাকলেও ছাত্রদলের এক নেতা বহিরাগত নিয়ে ক্যাম্পাসে ঢুকার চেষ্টা করে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে বের হতে বাধ্য হয়েছে তারা।

গতবছরের ১ অক্টোবর চট্টগ্রাম কলেজের একাডেমিক কাউন্সিলের সভা থেকে ক্যাম্পাসে রাজনীতি বন্ধের সিদ্ধান্তের কথা জানানো হয়। সে অনুযায়ী, অক্টোবর মাসের প্রথম দিন থেকেই ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক তৎপরতা, মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top