দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন সম্পন্ন

ওয়াহিদ মালেক সভাপতি, সাইফুদ্দিন সম্পাদক

চাটগাঁ নিউজ ডেস্ক: সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দি চিটাগাং কো–অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন। শনিবার (২২ ফেব্রুয়ারি) নগরীর নাসিরাবাদ হাউজিং সোসাইটির অংকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এতে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক সভাপতি, সৈয়দা দিলরুবা আহমেদ সহসভাপতি, মুহাম্মদ সাইফুদ্দিন সাধারণ সম্পাদক এবং ডা. মোহাম্মদ তৈয়ব সিকদার কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

এর আগে শনিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক পেয়েছেন ৬৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের মোরশেদ আহমেদ মঞ্জু পেয়েছেন ৫২২ ভোট।

সহ-সভাপতি পদে সৈয়দা দিলরুবা আহমেদ (গোলাপ ফুল) পেয়েছেন ৫৮৫ পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রর্তীকের গোলাম কাদের চৌধুরী পেয়েছেন ৫৬৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে দোয়াত কলম প্রতীকের মোহাম্মদ সাইফুদ্দীন ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাঘ প্রতীকের ফজলে রাব্বি খান পেয়েছেন ৪১৪ ভোট। এই পদে হাতী প্রতীকের আরেক প্রতিদ্বন্দ্বী কাজী বেলাল উদ্দিন পেয়েছেন ২৫৯ ভোট।

দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন ডা. মোহাম্মদ তৈয়ব সিকদার। তার প্রাপ্ত ভোট ৫৫৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা-চাবি প্রতীকের মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৪৭৩ ভোট। এই পদের আরেক প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের সৈয়দ আলতাফ হোসেন আলী পেয়েছেন ১৩১ ভোট।

নির্বাচনে এছাড়া সদস্য পদে নির্বাচিত ৮ জন হলেন— প্রকৌশলী আবুল কালাম আজাদ, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন, তাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মঈনুদ্দীন খান চৌধুরী, এসএম জমির উদ্দিন এবং মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী।

এদের মধ্যে রিকশা প্রতীকের প্রকৌশলী আবুল কালাম আজাদ পেয়েছেন ৬৪৯ ভোট, মোহাম্মদ জাহাঙ্গীর কবির (মোরগ) পেয়েছেন ৫২৯ ভোট, মোহাম্মদ আজাদ মঈনুদ্দীন (কম্পিউটার) ৫১৩ ভোট, তাজুল ইসলাম (উড়োজাহাজ) ৪৯২, মোহাম্মদ নজরুল ইসলাম (বাস) ৪৭১, মোহাম্মদ মঈনুদ্দীন খান চৌধুরী (ক্রিকেট ব্যাট) ৪৪৫ ভোট, এসএম জমির উদ্দিন (বই) ৪৩১ এবং মোহাম্মদ ইফতেখারুল হক চৌধুরী (কাপ-পিরিচ) ৪৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক গাজী মুহাম্মদ ওমর ফারুক। কমিশনের অপর দুই সদস্য হলেন ডবলমুরিং থানা সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথ এবং পাঁচলাইশ থানা সমবায় অফিসার মমতাজ বেগম।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top