চবিতে ভোররাতে আগুনে পুড়লো ৪ দোকান

চাটগা নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলের সামনের চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া চারটি দোকান হলো — গাউছিয়া হোটেল, সাকিব ইলেক্ট্রনিক্সের দোকান, ইব্রাহীম স্টোর ও তামিম টি স্টল।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে আমানত হলের সামনের খলিলের মুদিখানার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বাকি দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় ১টি খাবার হোটেল, ২টি মুদিখানা, ১টি সেলুন এবং ১টি তালাচাবি বানানোর দোকান।

স্থানীয়রা জানান, ভোর চারটার দিকে আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়। আমরা যারা উপস্থিত ছিলাম, তারা কেউ পানি, কেউ বালি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। ফায়ার সার্ভিস দ্রুত এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ গণমাধ্যমকে জানান, ‘ঘটনা জানার পর আমরা সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে কল দিই এবং ক্যাম্পাসের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিই। পরে বিদ্যুৎ পুনরায় চালু করা হয়। আমাদের ধারণা, শর্টসার্কিট নয় বরং খাবারের দোকান হওয়ায় দোকানগুলোর অভ্যন্তরীণ কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রকৃত কারণ জানা যাবে।’

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top