জিনিয়াস মেধাবৃত্তি’র ফল ২৪ ফেব্রুয়ারি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে সর্ববৃহৎ মেধাচর্চা সংস্থা জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের ‘জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা’র ফলাফল আগামী সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত হবে। এ উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর মোমিন রোডস্থ জিনিয়াস কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কে জি শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত অনুষ্ঠিত মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল অনুমোদন দেয়া হয়।

সোমবার ফলাফল পাওয়া যাবে www.chatganews.com ও www.facebook.com/জিনিয়াস বাংলাদেশ।

জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের উপদেষ্টা জামাল উদ্দিনের সভাপতিত্বে পরিচালক সরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জিনিয়াস সদস্য সচিব বিলকিছ আকতার, যুগ্ম সচিব সুশান্ত কুমার শীল, ‍যুগ্ম সচিব রিদওয়ানুল হক, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম চৌধুরী, মীর জুবেদ, দিদারুল আলম শাকিল আরাফাত প্রমূখ।

উল্লেখ্য, ২০২৩ সালের ২১ ও ২৫ ডিসেম্বর অনুষ্ঠিত জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষায় কে জি হতে অষ্টম শ্রেণির প্রায় ৪ সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়।

Scroll to Top