আফগানদের হেসে-খেলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা প্রোটিয়াদের

ক্রীড়া ডেস্ক: ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে দলটি খেলেছিল ফাইনালে, সেই দক্ষিণ আফ্রিকা দলে ছিলেন তিনিও। তবে কোনো ম্যাচ খেলার কোনো সুযোগই পাননি রায়ান রিকেলটন।

এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ পেয়েই বাজিমাত করলেন রায়ান রিকেলটন। ওয়ানডেতে অভিষেক ম্যাচে সেঞ্চুরিতে রঙিন করে দিলেন আইসিসি টুর্নামেন্টে প্রথম খেলতে নামার ম্যাচটি। তার দাপুটে ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে এনে দেয় বড় স্কোর। শেষ অবধি রান পাহাড়ে চাপা পড়লো আফগানিস্তান। ১০৭ রানের সহজ জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলো প্রোটিয়ারা।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে অধিনায়ক টেম্বা বাভুমা যে সিদ্ধান্ত নেন তা যৌক্তিক প্রমাণ করেন ব্যাটাররা। নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকার করে ৩১৫ রান। জবাবে নেমে শুরুতে মুখ থুবড়ে পড়ে আফগানিস্তান। মাত্র ১৬ রানে উইকেট হারাতে শুরু করে আফগানরা। চারে নামা রহমত শাহ দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গেলেও এরই মাঝে সাজঘরে ফেরার দৌড় বাড়তে থাকে আফগান শিবিরে।

রহমত শাহকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহকে কিছুটা গতি দেন রশিদ খান । তবে ৩৮ ওভারে ১৩ বলে ১৮ রান করে মাঠ ছাড়েন তিনি। এরপর মাঠে নামা নুর আহমদ আউট হলে স্বপ্ন ভঙ্গ হয় আফগানিস্তানের। ৪৩.৩ ওভারে ২০৮ রান তুলে সবকটি উইকেট হারায় তারা।

প্রোটিয়াদের হয়ে ৩টি উইকেট নেন কাগিসো রাবাদা,২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিদী ও উইয়ান মুলডার। আর কেশভ মহারাজ ও মার্কো জানসেন নেন ১টি করে উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে নামার রায়ান রিকেলটনের অভিষেকে ম্যাচে হাঁকানো সেঞ্চুরিতে ভর করে ৩১৫ রানের বড় পুঁজি তুলে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা ভাবুমা ব্যাট হাতে ৭৬ বলে করেন ৫৮ রান। ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির দেখা পান তিনি। চারে নামা র‌্যাসি ভেন ডা ডুসেন আর এইডেন ম্যাককারামের জুটিতে রানে গতি বাড়ালেও ৪৩ ওভারের মাঝামাঝিতে হাসমাতউল্লাহ শহীদির হাতে তালুবদ্ধ হন ডুসেন।

মাঠ ছাড়ার আগে ৪৬ বলে ৫২ রান করেন তিনি। এরপর মাঠে নামা কেউ বেশিক্ষণ স্থির হতে না পারলেও দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান এইডেন মার্করাম। তাতে ৩৬ বলে ৫২ রান তোলে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ৫০ ওভারে ৩১৫ রান তুলে প্রোটিয়ারা। আফগানদের হয়ে বল হাতে ২টি উইকেট তুলে নেন মোহাম্মদ নবী। আর একটি করে উইকেট নেন নুর আহমেদ, ফজল হক ফারুকী ও আজমতুল্লাহ ওমরজাই।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top