চাঁদা না পেয়ে দোকান কর্মচারীকে প্রকাশ্যে কুপিয়ে জখম

দুই যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে দোকান থেকে ডেকে নিয়ে এক কর্মচারীকে প্রকাশ্য চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুই যুবক। গত বুধবার রাতে নগরের পাঁচলাইশ থানার আতুরার ডিপো পেয়াজু রোডের আজিজ মার্কেটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত দোকান কর্মচারী মো. আকাশ (২৫) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

আটক দুজন হলেন– সুনামগঞ্জের মধ্যনগর থানার কালারঘর বারেক মিয়ার বাড়ির মৃত মকবুল হোসেনের ছেলে মো. জুলহাস (১৯) ও কুমিল্লার বরুড়া থানার ঝলম বাজারের শাহ আলমের ছেলে মো. শাহীন আলম (১৯)। জুলহাস বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর ও শাহীন আলম একই থানার আতুরার ডিপো বনানী এলাকায় থাকেন। হামলায় আহত আকাশ কক্সবাজারের রামু থানার জোয়ারীনালা গ্রামের নুর আহম্মদের ছেলে।

সিসিটিভির একটি ভিডিওতে দেখা যায়, হাতে চাপাতি, গায়ে কালো শার্ট ও পরনে জিন্স প্যান্ট পরা এক যুবক আকাশকে এলোপাতাড়ি কোপাচ্ছিল। এক পর্যায়ে আকাশ শুয়ে পড়লে তাঁকে সেখানেও কোপানো হয়। সঙ্গে আরেকজন ছিল।

নগরের আতুরার ডিপো ছিদ্দিক আহম্মদ কেরানি রোড ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান বলেন, ‘যারা আকাশকে কুপিয়েছে, তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী। কিছুদিন আগে কর্মচারীদের কাছে এসে চাঁদা চায়। টাকা না পেয়ে আকাশকে দোকান থেকে ডেকে নিয়ে আজিজ মার্কেটের মনিরের ফল দোকানের সামনে চাপাতি দিয়ে কুপিয়েছে। এতে তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। বাঁ পা ও পিঠে গুরুতর আহত হয়েছে।’

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জুলহাস ও মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top