রাঙামাটিতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

রাঙামাটি প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাঙামাটি জেলার শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে প্রকাশ চাকমাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার।

গোয়েন্দা পুলিশ ও কোতয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি আসামবস্তি-কাপ্তাই সড়কের বার্গি লেক নামক একটি স্পটে প্রকাশ চাকমা অবস্থান করছে।

এমন গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তায় প্রকাশ চাকমার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। প্রকাশ চাকমা বিগত ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলো।

জানা গেছে, পতিত সরকারের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত প্রকাশ চাকমা বাঘাইছড়ি উপজেলার বাসিন্দা। সম্প্রতি রাজধানীতে দীপংকর তালুকদার গ্রেফতার হওয়ার পর সোস্যাল মিডিয়ায় বেশ সরব ছিলো প্রকাশ চাকমা।

অপারেশন ডেভিল হান্টের আওতায় অভিযান পরিচালনা করে প্রকাশকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

চাটগাঁ নিউজ/আলমগীর/এমকেএন

Scroll to Top