উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: নারী ফুটবল দলসহ ১৮ জনকে একুশে পদক তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় নারী ফুটবল দলের সদস্য হিসেবে কক্সবাজারের উখিয়ার কন্যা শাহেদা আক্তার রিপা একুশে পদক গ্রহণের পর পদকটি হাতে নিয়ে তাঁর ভেরিফাইড ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে একটি ছবি আপলোড করে অনুভূতি প্রকাশ করেন ‘আলহামদুলিল্লাহ। একুশে পদক-২০২৫ আমার এই ছোট্ট জীবনের শ্রেষ্ঠতম অর্জন। পদকটি পুরো কক্সবাজারবাসীকে উৎসর্গ করলাম।’
শাহেদা আক্তার রিপা বাংলাদেশ জাতীয় দলের হয়ে আক্রমণাত্মক খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি একাধিক যুব ও সিনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। সাফ চ্যাম্পিয়নশিপে উল্লেখযোগ্য পারফরমেন্স দেখিয়েছেন তিনি।
বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক স্বীকৃতি একুশে পদক। এবারই প্রথম ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য এই পদক প্রদান করা হয়েছে। ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়ন নারী দল বৃহস্পতিবার এই পুরস্কার গ্রহণ করেছে। কোনো দলের একুশে পদক পাওয়ার ঘটনা এটিই প্রথম।
দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পদক গ্রহণ করেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সময় তার সঙ্গে ছিলেন সহ-অধিনায়ক মারিয়া মান্দা। সাবিনা পরবর্তীতে দর্শক আসনে থাকা দলের অন্য সদস্যদের ডাক দেন। প্রধান উপদেষ্টার বিশেষ অনুমতিতে পরবর্তীতে চ্যাম্পিয়ন দলের অন্য সদস্যরাও মঞ্চে উঠেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে ছবি তোলেন।
নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন অনুভূতি ব্যক্ত করে বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের পদকে মনোনয়ন দেয়ার জন্য। সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন স্যার নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ ম্যাডাম, বর্তমান সভাপতি তাবিথ আউয়াল স্যারকেও ধন্যবাদ জানাতে চাই। তারা ফুটবল উন্নয়নে কাজ করছেন।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন