পাঁচলাইশে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের পাঁচলাইশে হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইরফানকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাতালগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. ইরফান চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের মৃত সৈয়দ মাওলানা তোফায়েলের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (জনসংযোগ) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন, ইরফানের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানার একটি হত্যা মামলায় আদালত সাজা পরোয়ানা জারি করেছেন। তিনি দীর্ঘ পাঁচ বছর ধরে লুকিয়ে ছিলেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top