বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের সাথে ইউএনওর মতবিনিময়

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী প্রেস ক্লাবের নেতৃবৃন্দদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ’র সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ইউএনওর কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভির চট্টগ্রাম প্রধান লোকমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া বড়ুয়া, প্রেস ক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি এড সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদ হাসান, সিনিয়র সদস্য এমরান চৌধুরী, সদস্য শাহ আলম বাবলু, খোরশেদ আলম প্রমুখ।

মতবিনিময় কালে নবাগত ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, বোয়ালখালী ইউএনও হিসাবে দায়িত্ব পালনকালে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি এসময় শান্তিপূর্ণ-সমৃদ্ধশালী বোয়ালখালী বিনির্মানে সবাই সচেষ্ট হওয়ার জন্য আহবান জানান।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top