হাটহাজারীতে বাস ও সিএনজির সংঘর্ষ, নিহত ১ আহত ২

চাটগাঁ নিউজ ডেস্ক: হাটহাজারীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া এ  ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ২ যাত্রী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে হাটহাজারী পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনাটি ঘটে। নিহত কামরুল ইবনে হাসান (৩৯) নামের ওই ব্যক্তির বাড়ি ফটিকছড়ি উপজেলার মাইজভান্ডার এলাকায় বলে  জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সকাল সাড়ে সাতটার দিকে উল্লেখিত স্থানে ফটিকছড়ি মুখী একটি (অজ্ঞাত) বাসের সাথে চট্টগ্রাম মুখী একটি সিএনজি চালিত অটোরিকশার (চট্টগ্রাম – থ ১৪ ২৭৮৬) মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজিটি  দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজির তিন যাত্রীর মধ্যে কামরুল ঘটনাস্থলে মারা যান। অপর দুই যাত্রী গুরুতর আহত হন। আহতদের নাম জানা যায়নি।

ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নিকটস্থ হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত ডাক্তার কামরুল ইবনে হাসান কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন।

রাউজান গহিরা হাইওয়ে পুলিশের  ওসি মো. আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top