চান্দগাঁও থেকে নিখোঁজ হওয়া ২ শিশু উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া দুই ভাই-বোনকে তাদের বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

নিখোঁজ হওয়ার ৩ ঘন্টার মাথায় ভিকটিম জান্নাতুল ফেরদৌস প্রিয়া (১৫) ও মোহাম্মদ আয়াত হামিদ (৩) কে উদ্ধার করে চান্দগাঁও থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

মূলত, গতকাল ১৭ ফেব্রুয়ারি রাত ৮ টার দিকে তাদের বাসা চান্দগাঁও থানাধীন সিএন্ডবি গ্লাস ফ্যাক্টরি রাসেল মির্জা কলোনি হতে নিখোঁজ হয় তরা। পরবর্তীতে এ বিষয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরির প্রেক্ষিতে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ পূর্বক পর্যালোচনা করে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকা থেকে সংবাদদাতা মোহাম্মদ কায়সার হামিদ (৩৯) এর মেয়ে ভিকটিম জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও মোহাম্মদ আয়াত হামিদ কে উদ্ধার করে পিতা-মাতার হেফাজতে বুঝিয়ে দেওয়া হয়।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top