নিজস্ব প্রতিবেদক : একশ দিনের হানিমুন পিরিয়ড শেষে সিপ্লাসটিভির পর্দায় জনতার সামনে হাজির হয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় তিনি সিপ্লাসটিভির স্টুডিওতে উপস্থিত হন তিনি।
এসময় বর্তমানে বাংলাদেশের একমাত্র মেয়র হিসেবে চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্ব পালন করা ডা. শাহাদাত হোসেনের গত ১০০ দিনের কাজের বর্ণনা ও আগামী এক বছরের কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন।
সিপ্লাসটিভি ও চাটগাঁ নিউজের প্রধান সম্পাদক আলমগীর অপুর সঞ্চালনায় আলোচনার শুরুতেই মেয়র বলেন, প্রতিটা মানুষের আলাদা আলাদা রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। তবে আমি কাজকে বেশি প্রধান্য দিই। আমি নিজের মাথায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সাড়ে ৪০০ কোটি টাকার ঋণ নিয়ে শপথ গ্রহণ করেছি। সুতরাং এই পথ চলা আমার জন্য বেশ কঠিন। তবে আমি নগরবাসীকে একটি গ্রিন, ক্লিন ও হেলদি সিটি উপহার দিতে চাই।
চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে মেয়র শাহাদাত বলেন, ইতোমধ্যেই অবৈধ মেয়র রেজাউল করিম নগরীর বিভিন্ন কাজ ও প্রকল্পে প্রায় ৫৬২ কোটি টাকার অর্ডার দিয়েছেন। এই প্রকল্পগুলো আমি ভালোভাবে খতিয়ে দেখতে বলেছি। যদি কারো কাজের গুণগত মান ভালো না হয় তবে তারা বিল পাবে না।
তিনি অত্যন্ত আনন্দের সাথে বলেন, নিজের শহরকে পরিষ্কার করতে আমার বেশ ভালোই লাগে। আমি নগরীর ৪১ ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ করার প্রতিশ্রুতি দিয়েছি। এরমধ্যে বেশ কয়েকটি মাঠের ভিত্তিপ্রস্থ স্থাপন করেছি, এই ব্যাপারটা আমাকে বেশ আনন্দ দেয়। এছাড়াও তিনি নগরীর ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানকে গ্রিন পার্ক করার প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, পরবর্তী জেনারেশন আমাদের দিকে তাকিয়ে আছে। আমাকে তাদের জন্য কাজ করতে হবে।
এ সময় খাল খনন প্রকল্পের বিষয়ে তিনি জানান, নগরীর ৩৬টা খালের মধ্যে মাত্র ১৯টা খাল তারা আমাকে বুঝিয়ে দিতে চায়েছিল। তবে আমি বলেছি আমার ৩৬টা খালই চাই।
এক প্রশ্নের জবাবে মেয়র শাহাদাত হোসেন বলেন, সারা দেশে আওয়ামী লীগের ওপর নির্যাতনের অভিযোগ থাকলেও আমাদের চট্টগ্রামে কোথাও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেনি বলে। আমরা কাউকে বিশৃঙ্খলা করার সুযোগ দিইনি।
এছাড়াও তিনি নগরীর হোল্ডিং ট্যাক্স, বন্দর থেকে রেভিনিউ আদায়, মশা নিধনসহ ওয়াসা, সিডিএ, সিটি করপোরেশনের সমন্বয়ের কথা বলেন। তিনি বলেন, আমি সকলের সাথে সমন্বয় করে কাজ করার চেষ্টা করছি। সবার সাথে বসে এক বছরের কর্ম পরিকল্পনা রেডি করবো।
চাটগাঁ নিউজ/সৈকত/এসএ