পড়া হয়েছে: ২৬
চাটগাঁ নিউজ ডেস্ক: অপারেশন ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫২৯ জনসহ মোট এক হাজার ১ হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পুলিশ সদরদপ্তর থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯৭৪ জনকে।
পুলিশ সদরদপ্তর জানিয়েছে, আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। ২৪ ঘণ্টার অভিযানে ১টি পিস্তল, ১টি দেশীয় তৈরী শুটার গান, ১টি পিস্তলের গুলির খোসা, ১টি লাল রংয়ের তাজা সীসার কার্তুজ, ২টি কার্তুজের খোসা, ১টি চাপাতি, ২টি রামদা, ১টি ছেনি, ২টি দা, ৪টি ছোরা, ১টি ধারালো চাকু, ২টি ধামা, ১টি স্টীলের তৈরি ব্যাটন, ১টি প্লাস ও ১টি খেলানা পিস্তল উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন