চাটগাঁ নিউজ ডেস্ক: বান্দরবান থেকে এক নারী পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বনরুপা এলাকার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ। নিহত রুম্পা দাশ (৩০) বান্দরবান সদর থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন বলেও তিনি নিশ্চিত করেন।
ওসি মাসুদ পারভেজ বলেন, কনস্টেবল রুম্পা দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং চিকিৎসার জন্য তার বাইরেও যাওয়ার কথা ছিল। এখনও এটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।
জানা গেছে, রুম্পা দাশ চট্টগামের সাতাকানিয়া থানার ধর্মপুর এলাকার বাসিন্দা সন্তোষ দাশের মেয়ে। তার স্বামী সৌরভ কুমার পুলিশের মেকানিক্যাল বিভাগের কনস্টেবল পদে চাকরি করেন।
রুম্পার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান সদর থানার ওসি মাসুদ পারভেজ।
চাটগাঁ নিউজ/জেএইচ