নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের হাজারী গলিতে যৌথবাহিনীর উপর এসিড নিক্ষেপ ও হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেছেন। মামলায় পুলিশের পক্ষ থেকে ডা. কথক দাশের ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত এ আদেশ দেন।
৫ নভেম্বর সন্ধ্যায় হাজারী গলির ওসমান আলী নামের এক দোকানদারের ইসকনকে নিয়ে ফেসবুকে করা এক পোস্টকে কেন্দ্র করে পোস্টকারী ওই ব্যাক্তির দোকানে হামলা চালায় কিছু উচ্ছৃঙ্খল লোকজন। এসময় পুলিশ গিয়ে পোস্টকারী ওই ব্যাক্তিকে হেফাজতে নিয়ে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরণের কথা বললে বিপুল সংখ্যক উচ্ছৃঙ্খল জনতা ওই ব্যাক্তিকে তাদের হাতে তুলে দিতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশের উপরও হামলা চালায় তারা।
পরবর্তীকালে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেনাবাহিনীর উপরও হামলা করা হয়। হাজারী গলির বিভিন্ন ছাদ থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর এসিডও নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ হামলায় সেনাবাহিনীর ৬ সদস্যসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ১২ সদস্য আহত হন।
এ ঘটনায় ৫৮২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ডা. কথক দাশকে ওই মামলায় রিমান্ডের আবেদন চেয়ে আজ আদালতে হাজির করা হয়।
চাটগাঁ নিউজ /ইউডি/এমকেএন