ক্রীড়া ডেস্ক: দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে ব্রাজিল। ভিন্ন ম্যাচে আগামীকাল ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা । এই দুই ম্যাচ দিয়ে নির্ধারিত হবে কার হাতে উঠতে যাচ্ছে শিরোপা। দুই দলের সামনে রয়েছে শিরোপা জয়ের হাতছানি।
৪ ম্যাচ থেকে সমান ১০ পয়েন্ট করে পেয়েছে দুই দলই। তবে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ব্রাজিল। তাই নিজেদের শেষ ম্যাচে ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেললেও কিছুটা এগিয়ে আছে ব্রাজিল। কারণ দুই দলই পরের ম্যাচে একই ফলাফল করলে গোল ব্যবধানে এগিয়ে থেকে তখন চ্যাম্পিয়ন হবে সেলেসাওরা।
আজ রোববার দিবাগত রাত ৩টা ৩০ মিনিটে ব্রাজিল মুখোমুখি হবে চিলির। আর সোমবার ভোর ৬টা ৩০ মিনিটে আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে। এই দুই ম্যাচে ব্রাজিল ও আর্জেন্টিনার যেকোনো এক দল জিতলে, আরেক দল হারলে যে জিতবে তারা চ্যাম্পিয়ন হবে।
তবে দুই দলই যদি জেতে বা ড্র করে তাহলে দুই দলেরই পয়েন্ট সমান হবে। তখন দেখা হবে চূড়ান্ত পর্বের দুই দলের মুখোমুখি লড়াইয়ের হিসেব। তবে সেই ম্যাচটি ড্র হওয়াতে চূড়ান্ত পর্বে দুই দলের গোল ব্যবধানই হবে বিবেচ্য বিষয়।
গোল ব্যবধানও সমান হয়ে গেলে, দেখা হবে চূড়ান্ত পর্বে গোল বেশি কে করেছে, সেটি। সেখানেও সমতা থাকলে বিবেচনায় আসবে লাল কার্ড কারা বেশি দেখেছে, সেটি এবং তারপর হলুদ কার্ড। এসবেও যদি ফলাফল বের করা সম্ভব না হয় তাহলে লটারির মাধ্যমে বাছাই করা হবে চ্যাম্পিয়ন।
চাটগাঁ নিউজ/জেএইচ