মিয়ানমারে পাচারকালে উখিয়ায় খাদ্যপণ্য উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমারে পাচারকালে পরিত্যক্ত অবস্থায় খাদ্যপণ্য উদ্ধার করেছে ৩৪ বিজিবি।

রবিবার (১৬ ফেব্রুয়ারী) সকালে বালুখালী কামালের বাড়ির পাশে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়৷ জব্দকৃত মালামাল ৪৫০ কেজি ছোলা ও ৫০ কেজি ময়দা।

বিষয়টি নিশ্চিত করে বডার গার্ড ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফারুক হোসেন খাঁন জানান, উখিয়ার বালুখালী সীমন্তে পরিত্যক্ত অবস্থায় বাংলাদেশী খাদ্যপণ্য ছোলা ও ময়দা উদ্ধার করেছে বিজিবির টহল সদস্যরা। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷

এদিকে গত বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ‘খাদ্যশস্য চোরাচালান প্রতিরোধ ব্যবস্থা জোরদারকরণ’ বিষয়ক সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের কারণে খাদ্যের সংকট দেখা দেয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় বাংলাদেশ থেকে সেখানে খাদ্যশস্যের চোরাচালান প্রতিরোধে বিজিবিসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকার নির্দেশ দেওয়া হয়৷

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এমকেএন

Scroll to Top