চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেলপথে কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয় মাইক্রোবাসের চালক মোঃ করিম। তার বাড়ি ঈদগাঁও সদর ইউনিয়নের খোদাইবাড়ি এলাকায়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ঈদগাঁও বাজার টু গোমাতলী রোডের রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। ইসলামাবাদ ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করছেন।
তিনি জানান, দ্রুত রেল ক্রসিং পার হতে গিয়ে দ্রুতগতিতে আসা একটি ট্রেন মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক গুরুতর আহত হয়। মাইক্রোবাসটি একটি বিয়ের ভাড়া নিতে যাচ্ছিলো। তাই কোনো যাত্রী ছিলো না।
মাইক্রোবাসটির মালিক ঈদগাঁও সদর ইউনিয়নের খোদাই বাড়ির মিজান নামের এক ব্যক্তি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
চাটগাঁ নিউজ/এমকেএন