চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ২৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিশেষ ক্ষমতা আইন এবং সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- কোতোয়ালী থানার মোঃ হাসান (২১), মোঃ মেহেরাজ (২৫), জিয়াউল হক সোহেল (৪০); সদরঘাট থানার হকার্স লীগের সভাপতি মোঃ মাসুম (২৯) এবং ২৯নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন অশিক (৩৫); চান্দগাঁও থানার রুপক কান্তি নাথ (৪৫) এবং ইসরাত আশরাফি অপি (২৪); বায়েজিদ বোস্তামী থানার মোঃ ইকবাল হোসেন শাহেদ (২৫) এবং মোঃ লিমন (২৪); চকবাজার থানার মোঃ মাহাবু আলম ওরফে মাহাবুব (৩৫) এবং নবী হোসাইন (৪০); পাঁচলাইশ মডেল থানার যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর উদ্দিন (৩৪) এবং মোঃ রিপন তালুকদার (৩০); আকবরশাহ থানার ফজলুল হক (২৬); কর্ণফুলী থানার চরপাথরঘাটা আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (৫২); পাহাড়তলী থানার মোঃ সাইফুল ইসলাম (৪২); বন্দর থানার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান ওরফে নাকিব (২৫); ইপিজেড থানার মোঃ শাকিল ইসলাম (১৯) এবং ওয়াশিম আকরাম (২৪); পতেঙ্গা মডেল থানার মোঃ শফিউল আলম (৪২); বাকলিয়া থানার বৈষম্যবিরোধী আন্দোলনে সরাসরি জড়িত আমান (২২), আবুল কাশেম (৫০) এবং মোঃ বাপ্পী (২৩)।

সিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক ইমরান হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top