চকরিয়া প্রতিনিধি: চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নে পারিবারিক ঝগড়ার জেরে ফোরকান প্রকাশ কালুর ছুরিকাঘাতে মো. হোছাইনগীর (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সম্পর্কে অভিযুক্ত ফোরকানের আপন চাচা বলে জানা গেছে।
আজ শুক্রবার ১৪ ফেব্রুয়ারী সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ খুনের ঘটনা ঘটে। নিহত মো: হোছাইনগীর (৩৬) বদরখালী ছনুয়াপাড়া ৮নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, হোছাইনগীরের স্ত্রীর সাথে আপন বড় ভাই হাছানগীরের স্ত্রীর ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরে আপন চাচাকে ভাতিজা ফোরকান( প্রকাশ কালু) বদরখালী ফুলতলা ষ্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় ঘটনাস্থলে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে ফোরকান (প্রকাশ কালু) পালিয়ে যায়।
আহত হোছাইনগীরকে স্থানীয়রা নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখতে পেয়ে ডাক্তার চকরিয়া সরকারি হাসপাতালে তাকে রেফার করেন। তাদের সাথে থাকা একজন জানান, হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুবরণ করেন হোছাইনগীর।
এই বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল কাদের ভূঁইয়াকে তাৎক্ষণিক অবগত করা হলে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন এবং অভিযুক্ত ফোরকানকে আটকের চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জুবাইরুল/ইউডি