নিজস্ব প্রতিবেদক: আজ পবিত্র শবেবরাত। আর মাত্র ১৫ দিন পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান। এরই মাঝে বাজার থেকে আবার হাওয়া হয়ে গেছে বোতলজাত সয়াবিন তেল। বিক্রেতাদের কাছে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন। বোতল সয়াবিন না পাওয়ায় রাইস ব্র্যান (চালের কুড়ার তেল),সূর্যমুখী আর সরিষার তেলের দিকেই পড়েছে ক্রেতাদের নজর। দাম বেশি হলেও ক্রেতারা এখন এসব তেলের দিকেই ঝুঁকছেন।
চাক্তাই খাতুনগঞ্জ,পাহাড়তলী এলাকায় দেখা গেছে, কয়েকদিন ধরে বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। বিশ্লেষকরা বলছেন, রমজানকে টার্গেট করে বোতল সয়াবিনের এমন সংকট সৃষ্টি করা হয়েছে। এর পেছনে মুনাফালোভী সিন্ডিকেট দায়ী। মিল কর্তৃপক্ষ,ডিলার থেকে শুরু করে খুচরা পর্যায়ের বিক্রেতাও এ কারসাজিতে সম্পৃক্ত।
তবে এমন পরিস্থিতিতে পড়ে ক্রেতাদেরকে রাইস ব্র্যান,সূর্যমুখী ও সরিষার তেলই কিনতে হচ্ছে। আবার বাজারে সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান,সূর্যমুখী বা সরিষার তেলের দাম স্বাভাবিক ভাবে বেশি।
বাজারে ম্যাম, ফরচুন সানফ্লাওয়ার তেল (৫ লিটার) এর বর্তমান মুল্য ১৭৫০ টাকা, ট্রুকো সানফ্লাওয়ার তেল (৫ লিটার) এর বর্তমান মূল্য ১৭০০ টাকা এবং বোর্জেস সানফ্লাওয়ার তেল (৫ লিটার) এর বর্তমান মূল্য ২১০০ টাকা। ফরচুন ফর্টিফাইড এডিবল রাইস ব্র্যান অয়েল ৫ লিটার ৯৬০ টাকা, এসিআই নিউট্রিলাইফ ৫ লিটার ৯১০ টাকা,স্বপ্ন রাইস ব্র্যান অয়েল ৬৫০ বিক্রি হচ্ছে।
অন্যদিকে,বিভিন্ন ব্র্যান্ডের সরিষার তেল প্রতি লিটার ৩১০ টাকা থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। বহদ্দারহাট বাজারে বোতল সয়াবিন না পেয়ে সরিষার তেল কিনে নিয়েছেন শিক্ষিকা মাহবুবা খানম। তিনি জানান, বোতল সয়াবিন নেই। ফরচুন রাইস ব্র্যান কিনতে চেয়েছিলাম। তবে পাঁচ লিটার ১০০০ টাকা বলছে বিক্রেতা। সরিষার তেল দাম একটু কম আছে। চিন্তা করলাম সরিষা কিনব।৩৬০ টাকায় প্রাণ ব্র্যান্ডের এক লিটার সরিষার তেল কিনে নিয়েছি।
চাটগাঁ নিউজ/ইউডি