পাকিস্তানে শ্রমিক বহনকারী ট্রাকে বোমা বিস্ফোরণ, নিহত ১০

চাটগাঁ নিউজ ডেস্ক : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়লা খনি শ্রমিকদের বহনকারী একটি ট্রাকে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এ সময় অনেকে আহত হন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় যাওয়ার সময় ট্রাকটিতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত হানে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কয়েক দশক ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী লড়াই করে যাচ্ছে। গত তিন বছর ধরে সীমান্ত অঞ্চলগুলোতে সহিংসতা আরও বেড়েছে।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা শাহজাদ জাহরি বার্তা সংস্থা এএফপিকে বলেন, হারনাই জেলায় এক হামলায় খনির ১০ শ্রমিক নিহত হয়েছেন। গাড়িটি কয়লা খনির শ্রমিকদের বহন করছিল। হতাহতদের বেশিরভাগই দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকা ও অন্যান্য এলাকার বাসিন্দা।

আধাসামরিক বাহিনীর এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, রাস্তার পাশে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস পুঁতে রাখা হয়েছিল। কয়লা খনির শ্রমিকদের বহনকারী ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে সেটি বিস্ফোরিত হয়। এটি দূর থেকে চালিত ডিভাইস হতে পারে।

ওই অঞ্চলের ডেপুটি কমিশনার হজরত ওয়ালী আগা রয়টার্সকে জানান, বোমাটি বিস্ফোরিত হওয়ার সময় ট্রাকে ১৭ জন খনি শ্রমিক ছিলেন। বেশ কয়েকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের এক চিকিৎসক রয়টার্সকে জানিয়েছেন, আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।

এক বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ‘দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে সক্রিয়ভাবে কাজ করার প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই অঞ্চলের সবচেয়ে সক্রিয় গোষ্ঠী। প্রায়শই অন্যান্য প্রদেশের নিরাপত্তা বাহিনী বা পাকিস্তানিদের বিরুদ্ধে মারাত্মক হামলা চালায় তারা। গোষ্ঠীটি বিদেশি অর্থায়নে চালিত জ্বালানি প্রকল্পগুলোও টার্গেট করে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top