পটিয়ায় বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া ভাইয়ের দীঘি এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এ সংঘর্ষের ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৭ টার দিকে চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের (চট্টগ্রাম জ-১১-00৭৩) সঙ্গে কক্সবাজারমুখী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার পরপরই প্রাইভেটকারে থাকা যাত্রীরা ঘটনাস্থলে গাড়িটি রেখে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top