চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে ম্যাক্সিমা চালকরা। এসময় সড়ক অবরোধ করতেও দেখা যায় তাদের। এতে রাস্তার উভয় পাশে যানজটেরও সৃষ্টি হয়।
তাদের অভিযোগ, যাত্রী ওঠানামার জন্য দাঁড়ালেই পুলিশ মামলা ঠুকে দিচ্ছে। নয়তো চাঁদা নিচ্ছে। এদিকে পুলিশের দাবি— হয়রানিমূলক মামলা কিংবা চাঁদা দাবির সুযোগ নেই পুলিশের।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে শুরু করে প্রায় ২ ঘণ্টা এ বিক্ষোভ চলে । বিক্ষোভ প্রদর্শন করা চালকদের গাড়িগুলো নগরের কোতোয়ালি থেকে চকবাজার পর্যন্ত চলাচল করে বলে জানা গেছে।
বিক্ষোভে তারা বলেন, পথের বিভিন্ন জায়গায় দাঁড়ানোর পর মামলা দেয় ট্রাফিক পুলিশ। যাত্রী ওঠানামার জন্য দাঁড়াতে হয়। কোতোয়ালী মোড়ে দাঁড়ানোর জন্য নির্দিষ্ট জায়গা নেই। কিন্তু মোড়ে দাঁড়ালেই পাঁচ হাজার টাকার মামলা দিচ্ছে। অথচ সারা দিন গাড়ি চালিয়ে দুই হাজার টাকাও উঠছে না। সড়কে চলাচল করার জন্য ট্রাফিক পুলিশকে চাঁদা দিতে হচ্ছে।
সড়ক অবরোধের ফলে এসময় লালদিঘী থেকে কোতোয়ালী পর্যন্ত সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সমাধানের আশ্বাসে দুপুর দুইটার দিকে চালকরা সড়ক ছেড়ে দেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বিভিন্ন দাবিতে ম্যাক্সিমা চালকরা সড়ক অবরোধ করে। আমরা তাদের বুঝিয়ে বলার পর তারা উঠে গেছেন। পরে যান চলাচল শুরু স্বাভাবিক হয়।
নগর পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মারিফুল করিম বলেন— এই মুহূর্তে পুলিশ হয়রানিমূলক মামলা করবে কিংবা চাঁদা দাবি করবে, এমন সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করবেন বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ