আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কায় মাঝ আকাশ থেকে যাত্রীসহ হারিয়ে গেছে একটি বিমান। ১০ জন যাত্রীবাহী ওই বিমানকে খুঁজছে মার্কিন কর্তৃপক্ষ। খবর বিবিসি
জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ৩৭ মিনিটে আলাস্কার উনালাক্লিট থেকে নোমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বিমানটি।
ফ্লাইট রাডারের তথ্য অনুসারে, বিমানটি ওড়ার কিছুক্ষণ পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ৩টা ১৬ মিনিটে রাডার বিচ্ছিন্ন হয় বিমানের সঙ্গে।
আলাস্কা স্টেট ট্রুপার্স জানিয়েছে, বেরিং এয়ার পরিচালিত বিমানটি পশ্চিম আলাস্কার নর্টন সাউন্ড ইনলেট দ্বারা পৃথক দুটি শহর উনালাকলেট থেকে নোমে যাচ্ছিল। বিকাল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে জানানো হয়।
রাজ্য কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধারকর্মীরা ফ্লাইটটির ‘সর্বশেষ জ্ঞাত স্থানাঙ্কে পৌঁছাতে কাজ করছেন’।
ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্টগার্ডের এইচসি-১৩০ উড়োজাহাজকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ উড়োহাজটির সবশেষ অবস্থান ছিল। দমকল বিভাগ বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ সরঞ্জাম বহন করে, যা দৃশ্যমানতা ছাড়াই বস্তু ও লোকজনকে শনাক্ত করতে সক্ষম।
দমকল বিভাগ জানিয়েছে, মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে। তারা লিখেছে, ‘উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।’
বৈরী আবহাওয়া ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে জনসাধারণকে নিজেদের মত অনুসন্ধান দল গঠনে বারণ করেছে দমকল বিভাগ।
বেরিং এয়ারের পরিচালক (অপারেশন্স) ডেভিড ওলসন বলেন, ‘বিস্তারিত তথ্য সংগ্রহ, জরুরি সহায়তা, তল্লাশি ও উদ্ধার কাজে বেরিং এয়ারের কর্মীরা কঠোর পরিশ্রম করছেন।’
নর্টন সাউন্ড হেলথ কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে। যাত্রীদের স্বজনদের জন্য ‘ফ্যামেলি সেন্টার’ খুলেছে নর্টন সাউন্ড আঞ্চলিক হাসপাতাল, যাতে সেখান থেকে তারা নিখোঁজদের খোঁজখবর নিতে পারেন।
চাটগাঁ নিউজ/এমকেএন