এম এ আজিজ স্টেডিয়ামের লিজ-সিজেকেএস কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের এম এ আজিজ স্টেডিয়ামের লিজ ও জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) স্টেডিয়ামের সামনে ‘চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি’র ব্যানারে এ মানববন্ধনে সংহতি জানান সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ সময় তিনি আওয়ামী সন্ত্রাসী এবং ফ্যাসিবাদের পর এখন আরেকটি গোষ্ঠী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে দখল করতে চাচ্ছে বলে মন্তব্য করেন।

স্টেডিয়ামের লিজ বাতিলের দাবি জানিয়ে চসিক মেয়র বলেন, এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রামের খেলোয়াড় তৈরির জন্য একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করেছে। এই মাঠ থেকে বাংলাদেশের বরেণ্য ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান এবং তামিম ইকবালদের মতো বাংলাদেশের প্রাক্তন অধিনায়কদের জন্ম হয়েছে। ফুটবলে আশিশ ভদ্র, দিপু, এফআই কামাল, মামুন, নাজিমসহ অনেকেই এ চট্টগ্রাম থেকে হাতেখড়ি হয়েছে, এই স্টেডিয়াম থেকে।

সিজিকেএসের ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ ৪৩টি ইভেন্ট স্টেডিয়ামে পরিচালিত হয়। অথচ কোনো কারণ ছাড়াই আমরা দেখতে পেয়েছি একদিন সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ২৫ বছরের জন্য ইজারা দিয়ে দেওয়া হয়েছে।

সিজিকেএসে অ্যাডহক কমিটির কথা তুলে ধরে তিনি বলেন, যে অ্যাডহক কমিটি হয়েছে সিজিকেএসের। সেখানে কোন খেলোয়াড়, কোচ কিংবা সিজেকেএসের কোনো কর্মকর্তার নাম আমরা দেখছি না, এটা আমাদের অবাক করেছে। কারণ এ ৪৩টি ইভেন্ট পরিচালনা করার তাদের আদৌও যোগ্যতা কিংবা দক্ষতা আছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। সেই এরকম কমিটি অনতিবিলম্বে বাতিল করার জন্য আমি বলছি। এখানে যারা কোচ, খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, সিজেকেএসের কর্মকর্তা এবং সাংবাদিক আছে, তারা এখানে নেতৃত্ব দিবে এবং এটাই হয়ে এসেছে।

ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর মাহবুব আলমের সভাপতিত্বে ও মো. কামরুল ইসলামের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মো. খান, ইসমাইল বালি, ক্রীড়া সংগঠক ইস্কান্দার মির্জা, মশিউল আলম স্বপন, সাংবাদিক জাহিদুল করিম কচি, সিএমইউজের সভাপতি মো. শাহনওয়াজ, সিজেকেএস’র সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, হাফিজুর রহমান, সৈয়দ আবুল বশর, সাবেক যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর প্রমুখ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top