পড়া হয়েছে: 215
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার এ কমিটির অনুমোদন দিয়েছেন।
সাত সদস্যের অ্যাডহক কমিটিতে পদাধিকার বলে উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক এবং উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল করিম ভূঁইয়াকে সদস্য সচিব করা হয়।
কমিটিতে স্থান পেয়েছেন সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি হিসেবে মো. মহসিন পারভেজ, আমিন ফারুক, ক্রীড়া সংশ্লিষ্ট ক্রীড়ানুরাগী হিসেবে ক্রীড়া সংগঠক মোহাম্মদ মেজবাহ উদ্দিন জাহেদ চৌধুরী, ক্রীড়া সাংবাদিক হিসেবে ইমরান এমি ও ক্রীড়া সম্পৃক্ত ছাত্র প্রতিনিধি হিসেবে মো. শাহেদুল আলম।
চাটগাঁ নিউজ/এসএ